Monday, 21 March 2016

অনেক জমানো ব্যাথা, বেদনা কি করে লেখা হল জানি না...


কথা আর লেখায় বাঁধুনি কোনদিনই আমার ছিল না। এই ব্যাপারে আমি আমার জীবনের মতোই অগোছালো। তবু কোন কোন সময় উদাস মনে ঢেউ তুলে দিয়ে যাই কিছু সৃতি, কিছু বেদনা। হয়তো সেই বেদনা, জ্বালা কিছুটা লেখা বা কবিতা হয়ে বেরিয়ে পরে। তারই কিছু ঝলক তুলে ধরার চেষ্টা করলাম মাত্র, সাধুবাদ বা গালাগালি পাবার আশায় নয়, যদি সত্যি কার ভালো লাগে তো এই অকিঞ্চনেরও ভালো লাগবে। 

একলা আকাশ 

বিশ্বাস কর প্রথমে বুজিনি,
তোর সাথে কত খেলা!
লুকোচুরি, খেলনাবাতি,
কখনও বা ছোঁয়াছুঁয়ি,
কই মনে তো ঢেউ লাগেনি?

চিলেকোঠার ছাদ, একমনে পুতুল খেলা,
কখনও চুলে আঁকিবুঁকি, আঙ্গুলে আঙ্গুল ছোঁয়া,
কই তোকে তো সেভাবে খুজিনি?

তবে আজ কেন মন এতো উদাসীন?
খুঁজে ফিরে তোকে রাত দিন।
আমার এ আকাশ, মেঘলা বাতাস,
কাঁদে কেন সারাদিন?

আজ ক্লান্ত পায়ে ঘরে ফিরে,
স্বপ্ন দেখি তোকে নিয়ে।
একী পাপ, নাকি কৈশোরের ছাপ?
ফেলে আসা দিন,
বসন্তের বিকাল বেরঙ্গিন।

একলা মন আবার আঙ্গুল ছুঁতে চায়,
ফেরারি মন তোকে শুধু চায়।
জমাট বাঁধা কষ্ট গলায় আটকে যায়,
বিশ্বাস কর প্রথমে বুজিনি।
আমি যে ভালোবাসা ছিনিয়ে নিতে শিখিনি।

কষ্ট বিলাসী

কষ্ট আমার শিরায় শিরায়,
কষ্ট মনের পাতায় পাতায়।
কষ্ট যে আমার রক্ত ধারায়,
কষ্ট স্বপ্ন দেখা চোখের তারায়।
কষ্ট আমার ভালোবাসার ঘুড়ি ভোকাট্টা হওয়ায়,
কষ্ট আমার নীল আকাশে একলা হওয়ায়।
কষ্ট আমার চোখের নালিশ,
কেন ভেজায় মনের বালিশ?
কষ্ট চলায়, কষ্ট বাঁচায়,
কষ্ট যে শুদু মন ভোলায়।
কষ্ট নিয়ে একলা জীবন,
কষ্ট বুকে খুঁজি মরন।
কষ্ট আমার স্বপ্ন ভাঙ্গায়,
কষ্ট কেন স্বপ্ন দেখায়?
কষ্ট আমার সিগারেটের ধোঁয়ায়,
মন পোড়ানো বিকালবেলায়।
কষ্ট নিয়ে একলা আমি,
কষ্ট কি জানো কি তুমি?

নষ্ট 

মন্দ জীবন, নষ্ট ভাবনা,
দগ্ধ শৈশব, শুদু না পাওয়া,
খুঁজে ফিরি শুদু পরশপাথর
সুখ যে পাওয়া হয়না।
কোথায় আছে সুখের ঝাঁপি?
কোথায় শান্তির নীল আকাশ?
হঠাৎ যদি পাই বা দেখা,
ছোঁয়া যে তারে যায়না।
নষ্ট জীবন, নষ্ট আশা,
এই জীবন আর চাইনা



আমি কাঁদব না



এই পৃথিবীর যত কষ্ট থাক শুদু আমার জন্য।

তোমার জন্নে থাকুক শুদুই ভালোবাসা,

যদি ব্যাথা দাও আজও আমায়,

তবু আর আমি কাঁদব না,

মুখ টিপে সব সহ্য করব

মুখ ফুটে তবু তোমায় বলব না।

আমি কৈশোর থেকে খুঁজেছি তোমায়

স্বপ্নের খাঁজে, পথের বাঁকে আর ভালবাসার নীড়ে,

দেখেছি স্বপ্ন দেখিয়ে স্বার্থের নৌকা

কেমনে হারায় বারে বারে।

যদি ব্যাথা দাও আজও আমায়,

তবু আজ আর আমি কাঁদব না।

টলটল চোখ, কানা ছুই ছুই

তবু আজ আমি আর কাঁদব না।

কষ্টের ফেরিওলা

কষ্ট নেবে কষ্ট?
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।

মন ভর্তি কষ্ট আছে, কোনটা তাজা
কোনটা পানসে, ছোট কষ্ট বা বড় কষ্ট
হৃদয় ভাঙ্গার কষ্ট আছে, নষ্ট মনের কষ্ট আছে
মনহারনোর কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট।

প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, অনাদর আর অবহেলার তুমুল কষ্ট
একনদী কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট।
দিনের কষ্ট, রাতের কষ্ট
অল্প বেশি নষ্ট কষ্ট,

আর কে দেবে আমি ছাড়া,
আসল সাঁচ্চা কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন,
আমার মতন কার আর সব হয়েছে নষ্ট?
কে দেবে আর আমার মতন
নধর সুডোল কষ্ট।

কষ্ট নেবে কষ্ট ওগো
একটু নেবে কষ্ট?
ভীষণ ভারি ঝোলা যে আমার,
ভরতি তাতে কষ্ট।
কষ্ট নেবে কষ্ট ওগো
কষ্ট নেবে কষ্ট ।

হারিয়ে গেছে...

চারিদিক আলোয় ভরা তবু চোখ মেলা যায়না,
চোখ যে ঝলসে যায়।
আমার ভিতর আগুন শুদু,
মন যে ঝলসে যায়।
চারিদিকে চেহারা তে মানুষ,
তবু মানুষ পশুর চেয়ে জঘন্য,
লোকালয় থাকে মানুষ তবু মনে কেন অরন্য?

হারিয়ে গেছে অনেক কিছু
সকাল থেকে রাত।
হারিয়ে গেছে আঁকড়ে ধরা,
বিশ্বাস এর সেই হাত।

হারিয়ে গেছে আঘাত পাওয়া,
টুকরো হওয়া মন,
জীবন পথে হারিয়ে গেছে,
কত আপনজন 


No comments:

Post a Comment