Friday 15 April 2016

ইক্যুয়াল পে ডে ?


 

 
সকাল সকাল নিউজ পেপার দেখে মেজাজ টা খিঁচরে গেলো। আজ ১২ই এপ্রিল নাকি ইক্যুয়াল পে ডে – মানে একই রকম কাজ করার জন্নে সবাই একই বেতন পাবেন। লে হালুয়া, মানে আমি, আর আমার অফিসের তেলু শমিকদা এক হারে বেতন পাবো? তবে যে প্রতি বছর নেপোয় মারে দই স্কিমে তার Increment Graph উদ্ধমুখি আর আমার টা পাবলিক বাসের মতো নড়তেই চায় না? বাঙালীর মে ডে, ফাথারস ডে, মাদারস ডে, ভ্যালেন্টাইন ডে নিয়ে আদিখ্যেতা আছে জানতাম শেষে এই? আঁতেল বাঙালীর মতো আরও কিছু তথ্য আহরন করে জানতে পারলাম যে – ১৯৬৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সাহেবের বদান্যটায় পাশ হয় এই আইন। যদিও এই আইন মহিলাদের প্রতি অসাম্যের কথা মাথায় রেখে, তবু এর দৌলতে কোন না কোন পচা, রামু ঠিকই করে খাচ্ছে। আচ্ছা খোদ আমেরিকাতে এই আইন মানা হয় কি? কে জানে আমি তো আর যেতে পারবনি, দেখি কোন আমেরিকা ফেরত পাত্র থুড়ি ব্যক্তি বিশেষকে পেলে জেনে নেব। যাক প্রসঙ্গে ফিরে আসা যাক – সম বেতনের কথা উল্লেখ আছে ইন্টারন্যাশনাল লেবর অরগানাইজেতনের ১০০ নম্বর কনভেনশনেও। যাক বিদেশি রীতিনীতি তো আর আমাদের জন্নে প্রযোজ্য নয়, আমরা  গণতান্ত্রিক স্বাধীন ভারতের নাগরিক। যদি রাজনৈতিক ব্যাপারী বৃন্দ এই বিষয়ে একটু উদ্যোগী হন এই ভোটের বাজারে এক্সট্রা মাইলেজ পেতে বাধ্য। দিদি, দাদা রা কি একটু ভেবে দেখবেন এই অর্বাচীনের আর্জি (হয়তো আপামোর  নেপোয় মারে দই স্কিমে প্রতারিত চাকুরীজীবীদের আর্জিও বটে)।

No comments:

Post a Comment