একটু অন্যরকম খবর চোখে পড়ল, “২৬ নভেম্বরের মুম্বই হামলায় পুলিশকে সাহায্যকারী ডগ স্কোয়াডের আর এক নায়ক সিজারের মৃত্যু হল”। সেদিনের সেই হামলায় মুম্বই পুলিশের ডগ স্কোয়াডের অনেকেই সেদিন বড় ভূমিকা নিয়েছিল, যখন হামলা আর প্রতি আক্রমণ চলছিলো, এঁদের কার্যকুশলটায় বেশ কিছু প্রান বেঁচে গেছিলো। নইলে হয়তো নিহতের সংখ্যা আরও বেশি হতো। ফুসফুস সংক্রমণে টাইগার নামের কালো রঙের ল্যাব্রাডারের মৃত্যু হয়েছে আগেই। ৮ই এপ্রিল ম্যাক্স এবং ১৮ই জুন সুলতান মারা যায়, শেষ নায়ক সিজারও চলে গেলো। পিছনে রয়ে গেলো এক নীরব কাহিনী। আজ যখন চারিদিকে অমানুষের ছড়াছড়ি, তখন সিজার,ম্যাক্স, সুলতানের মতন নামানুষ দের কথা বেশি মনে পড়ে। ভালো থেকো তোমরা - আমাদের প্রকৃত বন্ধু বোধহয় এরাই, জানিনা এর পর কেউ কোন দেশদ্রোহীকে কুকুরের মতো গুলি করার কথা বলবেন না নিশ্চয়ই? নইলে যে এই নামানুষ গুলোকেই ছোট করা হয়।
(ছবি গুগুল থেকে নেওয়া)
No comments:
Post a Comment