Tuesday, 22 November 2016

আবার আমাদের জওয়ানদের মুণ্ডচ্ছেদ, এই হত্যামিছিল থামবে কবে?


 আবার আমাদের জওয়ানদের মুণ্ডচ্ছেদ, এই হত্যামিছিল থামবে কবে?

২০১৩ সালের জানুয়ারী মাস, কাশ্মীরের কৃষ্ণগতি সেক্টরে হামলা চালিয়েছিল পাকিস্থানের বিশেষ সীমান্ত বাহিনী ব্যাট (বর্ডার অ্যাকশন টিম), তাতে মৃত্যু হয়েছিল ল্যান্স নায়েক হেমরাজ ও ল্যান্স নায়েক সুধাকর সিংহের, দুই জওয়ানেরই দেহ ছিন্নভিন্ন করে দিয়েছিল পাক সেনা। হেমরাজের মাথাও কেটে ফেলেছিল তারা। ২০১৬ সাল, ২৯শে সেপ্টেম্বর কাশ্মীরের মছিল সেক্টরে আবার হামলা সেই পাক (না নাপাক) সীমান্ত বাহিনী ব্যাটের সেবারেও মনদীপ সিংহ নামে এক জওয়ানের দেহ ছিন্নভিন্ন করে, মুণ্ডচ্ছেদ করে পালিয়ে গিয়েছিল পাকিস্থানি জওয়ানরা। আবার সেই মছিল সেক্টরেই পাক সীমান্ত বাহিনী ব্যাটের হামলায় মৃত্যু হয়েছে তিন সেনা জওয়ানের। যার মধ্যে রাজস্থানের বাসিন্দা প্রভু সিংহের দেহই বিকৃত করে দিয়েছে পাক হানাদার বাহিনী, মুণ্ডচ্ছেদ করা হয়েছে তাঁর।

বারবার ঘটে চলা এই বর্বরতার জবাব কি? রাষ্ট্রপুঞ্জে অভিযোগ, পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলির কাছে পাকিস্থানকে বশে রাখার অনুনয়/ নিবেদন না নাপাক পাকিস্থানের মুখের উপর যোগ্য জবাব? যেটা তাঁরা ভালমতোই বোঝে। বৃহত্তর ইস্যুতে আন্দোলনরত জনদরদি নেত্রী, আম আদমির নেতা তথা সর্বহারার সাথী, প্রমুখ সকল নেতা/ নেত্রীবৃন্দের কাছে সবিনয় নিবেদন এই বিষয়ে আপনাদের অবস্থান ঘোষণা করলে দেশবাসী আশ্বস্ত হয়। প্রায় ৭০ বছর ধরে চলে আসা এই ক্যান্সারের কি কোনও নিরাময় নেই? অন্ততও এই ইস্যুতে কি আমরা একজোট হতে পারি না? জবাব পাওয়া যাবে কি?

No comments:

Post a Comment