চোউউউউউপ গরিব রো রাহা হ্যায়
যে গরিব জনগনের জন্যে বিরোধী নেতা/ নেত্রীবৃন্দের চোখে ঘুম নেই, তাঁরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিগত ১৫দিন ধরে, শেষে দেখা যাচ্ছে রাতারাতি বড়লোক হয়ে গিয়েছে গরিব থুড়ি গরিবের ব্যাংক অ্যাকাউন্ট।তাও আবার ৫০০, ১০০০ টাকা বাতিলের পরে? তাহলে নোট ব্যান আখেরে গরিবের ভালো করেছে, এই প্রশ্ন মাথায় আসতেই পারে? না এটা কুৎসা বা প্রলাপ নয়, আজ একটি সর্বভারতীয় কাগজে (সন্দেহ থাকলে ebla.in এ গিয়ে সত্যটা যাচাই করে দেখতে পারেন) । সেখানে স্পষ্ট বলা হয়েছে যে - জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে মাত্র ১৩ দিনে জমা পড়েছে ২১ হাজার কোটি টাকা, যেখানে সারা দেশে জন ধন প্রকল্পের অ্যাকউন্ট রয়েছে ২৫ কোটি ৫১ লক্ষ, এই সব অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নোট বাতিলের ঘোষণা করার আগে মোট জমা ছিল ৪৫,৬৩৬ কোটি ৬১ লক্ষ টাকা, আর ৯ নভেম্বরের পরে মোট জমা টাকার পরিমাণ ৬৬ হাজার ৬৩৬ কোটি টাকা। আর ওই সংবাদ সূত্রের খবর, গরিবের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার পরিমাণে দেখা গিয়েছে সবার উপরে পশ্চিমবঙ্গ, আর ঠিক এর পিছনেই রয়েছে কর্ণাটক।
তাহলে কিসের এত চেঁচামিচি, হই হট্টগোল, আন্দোলন এই নিরেট মাথায় ঢুকছে না। তাহলে কি আমরা গান্ধিজীর তিন বাঁদরের মতো কান, চোখ ও মুখ বন্ধ রাখব?
No comments:
Post a Comment