Monday 11 January 2016

নীলকণ্ঠের করচা – সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ



নীলকণ্ঠের করচা – সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ

নাহহ, মুখ পুস্তিকা(facebook) তে আর লগইন করব না। আঁতেল বাঙ্গালীর হল কি? ফ্রান্সে সন্ত্রাসবাদী হামলার সময় কত জন কেই তো দেখলাম নিজেদের প্রোফাইল ছবির ব্যাকগ্রাউন্ড এ ফ্রান্স এর পতাকা লাগিয়ে ঘুরছেন, অথচও পাঠানকোট এ হামলার বেলায় সেইসব আঁতেল বুদ্ধিজীবীরা কোথায়? শীত ও তো খুব একটা পরেনি যে সব গর্তে ঢুকে যাবেন? কিছুদিন আগে পযন্ত শুনছিলাম অসহিস্নুতা নিয়ে কত লম্বা লম্বা ভাষণ? এদেশ নাকি থাকার উপযুক্ত নেই, প্রতিবাদ করার মৌলিক অধিকার নাকি লঙ্ঘিত হচ্ছে। কত নামী দামী লেখক, পরজীবী থুড়ি বুদ্ধিজীবী রা পুরস্কার ফেরত দিচ্ছেন (অবশ্য শুনেছি অনেকে দীর্ঘকাল টা ভোগ করে ছিবড়ে করে ফেলার পর?) তারা এখন কোথায়? অবশ্য যারা মারছে তারা নাকি মুসলিম আর যারা মারা যাচ্ছেন তারা সব হিন্দু থুড়ি ভারতীয়, এমতাবস্তায় মুখ খুললে কি সেকুলার তকমা থাকবে বাবা? তার থেকে এই ভালো বাবা, টিভি তে নিউজ দেখব, রকে বসে চায়ের কাপে তুফান তুলব, আর অপেক্ষা করে থাকব বিশ্বের অন্য কোথাও সন্ত্রাসবাদী হামলার খবরের জন্নে, যাতে মুখ পুস্তিকা(facebook) তে সেই দেশের পতাকার ছবি লাগিয়ে বেশ গ্লোবাল অনুভব করতে পারি। বাঙ্গালী তোমার জয় হোক।

(এই ব্যাটাচ্ছেলে নীলকণ্ঠ আমার বন্ধু হলেও মাঝে মাঝে ওর কথায় আমারও গায়ে ফোস্কা পড়ে, নাআহ দেখছি আমাকেও প্রোফাইল ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেই হবে)

No comments:

Post a Comment