Saturday 15 October 2016

লক্ষ্মী পুজোর পাঁচালী


লক্ষ্মী পুজোর পাঁচালী

“শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
সুগন্ধে ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থেকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থেকো আলো করে।“

আজ কোজাগরী লক্ষ্মী পুজো, কোজাগর – কে জাগে? যার নেই সে পাবার আশায় জাগে, যার আছে ভুরি ভুরি সেও জাগে হারাবার ভয়ে। হয়তো সারা রাত জাগবার জন্যেই এই লক্ষ্মী আগমনী গান গুলো তৈরি হয়েছিলো। যাই হোক লক্ষ্মী পুজো শুনলে আমার আগে মনে পড়ে যায় এক পূর্ববঙ্গীয় মানে বাঙাল বন্ধুর বাড়িতে পেট পুরে খিচুড়ি, লাবড়া, আলুরদমের কথা। তখন বাঙাল – ঘটি লড়াই ছিল খেলার মাঠে, মনের মাঝে নয়। তাই অকপটে, অম্লানভাবে আমরা সব বন্ধুরা মিশে যেতে পারতাম। লক্ষ্মী পুজোর দিন বিকাল থেকেই আমরা সেজে গুঁজে, সাইকেল নিয়ে দল বেঁধে ওই বন্ধুটির বাড়ী পৌঁছে যেতাম, দিদি, কাকিমা আমাদের সাদরে ডেকে নিয়ে গিয়ে বসাতেন ভিতরে। হাতে ধরিয়ে দিতেন শাল পাতার থালা, তাতে লক্ষ্মী পুজো উপলক্ষে ঘরে বানানো মুড়কি, নারকেল নাড়ু, তিলের নাড়ু, ফলমুল কত কিছু। তবে প্রধান আকর্ষণ ছিল সেই ভুনি খিচুড়ি, লাবড়া আর ঝাল ঝাল আলুরদম। উফফ এখনও যেন মুখে লেগে আছে সে স্বাদ, গন্ধ। কর্মসূত্রে, সময়ের আবর্তনে আজ সব বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে গেছি নানান জায়গায়, যোগাযোগ বলতে হোয়াটসঅ্যাপ, আর মোবাইলে কথা। আর এখন কাজের সুবাদে লক্ষ্মীপুজোর ছুটি উপভোগ করা যায়না, তাই আজকের জ্যোৎস্না প্লাবিত সন্ধায় স্মৃতি একমাত্র সাথী আমার।

(ছবি প্রতীকী মাত্র, গুগল এর থেকে নেওয়া)

No comments:

Post a Comment